তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন “প্রযুক্তির সহায়তায় নারীর ক্ষমতায়ন” প্রকল্পের মাধ্যমে বৃহত্তর ২১টি জেলায় ১০,৫০০ জন নারীকে প্রশিক্ষণ দেওয়া হবে। এর মধ্যে রাঙ্গামাটি জেলা অন্যতম। এ প্রশিক্ষণের উদ্দেশ্য হলো আইসিটি ইকো সিস্টেমে নারীদের অংশগ্রহণ সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে তাদের কর্মসংস্থান সৃষ্টি করা। নিম্নেবর্ণিক ছকে প্রশিক্ষণের নাম ও প্রশিক্ষণার্থীর সংখ্যা দেয়া হল :
প্রশিক্ষণের নাম |
সংখ্যা |
Freelancer to Entrepreneur |
192 জন |
IT Service Provider |
১৯২ জন |
Women Call Centre Agent |
১১৬ জন |
মোট |
৫০০ জন |
এর মধ্যে Freelancer to Entrepreneur এবং IT Service Provider এর ০৩ মাস ব্যাপী প্রশিক্ষণ শেষে পরীক্ষায় উত্তীর্ণদের ০২ মাসব্যাপী হাতে কলমে প্রশিক্ষণের জন্য ইন্টার্নশিপ করানো হচ্ছে। Women Call Centre এর প্রশিক্ষণ ইতোমধ্যেই শুরু করা হয়েছে। এ প্রশিক্ষণ সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য জেলা প্রশাসক, রাঙ্গামাটি, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি), সহকারী কমিশনার (আইসিটি) এবং সহকারী প্রোগ্রামার সার্বিক সহায়তা করে যাচ্ছেন।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS